| |
               

মূল পাতা ইসলাম ৯ম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


৯ম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


জামিল আহমদ     01 April, 2023     03:23 PM    


জেনে রাখা ভালো-
আজ রমযানের নবম দিন। রমযানের বরকতময় দিনগুলো শেষ হয়ে যাচ্ছে।

করবো-
কৃতজ্ঞতা প্রকাশ

ছাড়বো-
উপকার করে খোটা দেওয়া

মাসআলা-
অনিচ্ছাকৃত বমি হলে (এমনকি মুখ ভরে হলেও) রোজা ভাঙবে না। তেমনি বমি মুখে এসে নিজে নিজেই ভেতরে চলে গেলেও রোজা ভাঙবে না। জামে তিরমিজি : ১/১৫৩

ভুল ধারণা-
কুরআন খতমের পর বখশে দেওয়াকে জরুরি মনে করা হয়। এটাও ভুল ধারণা। কুরআন পড়লেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, বখশে দেওয়ার কোনো দরকার নেই।

আমল-
পবিত্র কুরআনুল কারীমের ৮ম পারা তেলাওয়াত। (প্রতি নামাজের আগে ও পরে ২ পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পারা হয়ে যাবে)

সুসংবাদ-
রমযান মাসে নফলের বিনিময় ফরজ সমতুল্য এবং একটি ফরজের বিনিময় সত্তরটা ফরজের নেকি দেওয়া হয়। এমনকি প্রতিটি ভালো কাজের প্রতিদান ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বর্ধিত করা হয়। কিন্তু মাহে রমযানের রোযা সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ তা'আলা বলেন, রোজা আমার জন্য আর উহার প্রতিদান আমিই দিব। (বুখারী)

উপকারিতা-
আমরা যদি দীর্ঘ সময় রোযা রাখি এবং স্বাস্থ্যকর খাবার পরিমিত ভাবে খাই তাহলে ওজন কমানো খুব সহজ হয়ে যায়। 

ইফতারপূর্ব দুআ-
ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি।